তেঁতুলিয়া থেকে আবু বক্কর সিদ্দিক, পঞ্চগড়ের তেঁতুলিয়া সদর ইউনিয়ের আদর্শ গ্রাম থেকে, মাদকদ্রব্য ও গাঁজাসহ জুয়েল নামের এক যুবকেকে আটক করেছে পুলিশ।
২৪ নভেম্বর সকাল ১১ টার সময়, তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে, মোবাইল কোর্টের মাধ্যমে নিজ বাড়ী থেকে জুয়েল নামের ঔ যুবককে আটক করা হয়।
মাদকদ্রব্য সেবন ও গাঁজা সংরক্ষণ নিজ মুখে স্বীকার করায় তাৎক্ষণিক, মাদকদ্রব্য আইন ২০১৮, ৯ ধারায় ( ১ খ) অপধারা লঙ্ঘনের দায় একই আইনের ৩৬ ধারার ১ নং উপধারার বর্নিত সারণি ১৯ নং ক্রমিকের ৩ নং কলমের (ক)অনুচ্ছেদ অনুযায়ী দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ শত টাকা অর্থদণ্ড ও অর্থ অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের দেওয়া হয়। তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সোহাগ চন্দ্র সাহা ঔ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জুয়েল তেঁতুলিয়া ইউনিয়নের কলোনীপাড়া শদতল আর্দশ গ্রামের আ গফুরের ছেলে।
এ সময়ে সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই দীনবন্ধু ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।