শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রুশ হামলায় ১ কোটির বেশি ইউক্রেনীয় এখন বিদ্যুৎহীন: জেলেনস্কি

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১৮, ২০২২ ৪:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

ইউক্রেনজুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর পূর্ব ইউরোপের এই দেশটির বিশাল সংখ্যক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রুশ হামলার পর ১ কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

সাম্প্রতিক হামলার মতো বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ইউক্রেনজুড়ে বহু শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এতে করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামো অনেকটা পঙ্গু হয়ে গেছে। শুক্রবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, ‘বর্তমানে, ১ কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন’। তিনি বলেন, ওডেসা, ভিনিসিয়া, সুমি এবং কিয়েভ অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর এক কোটি ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ছয়টি ক্রুজ মিসাইল এবং পাঁচটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে দাবি করে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সরবরাহ স্বাভাবিক করার জন্য সবকিছু করছি।’

বিবিসি বলছে, বৃহস্পতিবার ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এই হামলায় বিভিন্ন জ্বালানি অবকাঠামো ও স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করে রুশ সেনারা। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর সবচেয়ে তীব্র বোমা হামলার দুই দিনেরও কম সময়ের মাথায় বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার কাছে ভিলনিয়ানস্কে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সাতজন মারা যান। কর্মকর্তারা বলছেন, পূর্বাঞ্চলে একটি গ্যাস উৎপাদন কেন্দ্র এবং ডিনিপ্রোর একটি ক্ষেপণাস্ত্র কারখানাও সর্বশেষ এই রুশ হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল।

এছাড়া রুশ হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলীয় শহর ভিনিসিয়া, দক্ষিণ-পশ্চিমে বন্দরনগরী ওডেসা এবং উত্তর-পূর্বে সুমির বাসিন্দারা প্রধানত বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছেন।

সর্বশেষ - প্রবাস

Translate »