মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নোয়াখালীবাসীর দেহ থাকে প্রবাসে, মন থাকে স্বদেশে: আবু সাঈদ রিয়াজ

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৮, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

Spread the love

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ:  নোয়াখালীর মানুষ তার জেলাকে অনেক ভালোবাসে। তাই তাদের দেহ দেশের বাইরে থাকলেও মন দেশেই পড়ে থাকে বলে মন্তব্য করেন ইতালী প্রবাসী প্রবাস বিডি নিউজ এর প্রকাশক ও সম্পাদক আবু সাঈদ রিয়াজ।

ইতালীর ইওজোলো শহরে প্রবাসী নোয়াখাইল্যাদের মিলনমেলায একথা বলেন তিনি।

ইতালির পর্যটন নগরী হিসেবে পরিচিত ইওজোলো । বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের পদচারনায় মুখরিত থাকে রাত দিন এ শহরটি। ইতালির বেশ কয়েকটি শহরে বসবাসরত নোয়াখালী বাসীর মিলন মেলার আয়োজন করা হয় ইওজোলো তে।


ইতালির বিভিন্ন শহরে বসবাসরত নোয়াখালীর বিভিন্ন শহরের প্রবাসীরা একত্রিত হন ইওজোলো শহরে। শহরের একটি রেস্তোরাঁয় এ আয়োজনের মুল উদ্দেশ্য ইউকে হতে প্রচারিত ইউরোপের জনপ্রিয় টেলিভিশন আইঅন টেলিভিশনের সি ই ও আতাউল্যাহ্ ফারুক এর ইতালি আগমনে।

ইতালির রাজধানী রোম , ভেনিস , পাদোভা , ত্রেভিজো , ভিসেন্সা শহর হতে বিভিন পপশার নিয়োজিত নোয়াখালীবাসী একত্রিত হলে মিলন মেলায় পরিনত হয়।

পুরোনো বন্ধু ও গুরুজনদের সাথে আড্ডায় শৈশব স্মৃতিতে ফিরে যান সবাই। বহু বছর না দেখা বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পেয়ে আবেক আপ্লুত হয়ে পড়ন আতাউল্যাহ্ ফারুক সহ অনেকেই।

শাহ উদ্দিন খালেদের সঞ্চালনায় মজার মজার গল্প ও নোয়াখালীর আঞ্চলিক কথায় মেতে উঠেন সকলে। অনুষ্ঠানে মুল আকর্ষণ ছিলেন আতাউল্যাহ্ ফারুক। যাকে এক নজর দেখতে বিভিন্ন শহরে বসবাসরত নোয়াখালীবাসীর এই মিলন মেলার আয়োজন । সকলের উদ্দেশ্যে আতাউল্লাহ ফারুক বলেন , কর্মব্যস্ত জীবনে কিছুটা সময়ের জন্য হলেও আমরা একত্রিত হতে পেরেছি। আমরা সকলে মিলে দেশের মানুষের ও এলাকার উন্নয়নে সকলে মিলে তহবিল গঠন করতে পারি।

তিনি আরো বলেন আই অন টেলিভিশনের কোন দলের না , এটা প্রবাসীদের কথা বলার চ্যানেল, আপনাদের সুখ, দুঃখ সফলতা তুলে ধরার জন্য কাজ করছে চ্যানেল টি । বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারনেই আজ আইঅন টেলিভিশন ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

সে সময় আইঅন টেলিভিশনের সি ই ও আতাউল্যাহ্ ফারুককে নোয়াখালী বাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে মিলন মেলার সমাপ্তি ঘটে।

সর্বশেষ - প্রবাস

Translate »