সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত প্রথমবারের মতো বইমেলা শুরু হয়েছে। মেলায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বইমেলার প্রথম দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর সভাপতিত্বে মেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বইয়ের যে চাহিদা তা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তথ্য-উপাত্তের মাধ্যমে মিটবে না সেজন্য বাংলাদেশ বইমেলা যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি।
মেলার প্রথম দিনে বাংলাদেশ থেকে আসা কথাসাহিত্যিক সাদাত হোসেনসহ সংযুক্ত আরব আমিরাত, ভারত ও আমেরিকার কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে শুক্রবার (৪ নভেম্বর)।
মেলার প্রথম দিন বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে ছিল প্রবাসীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলার মধ্য দিয়ে বিশ্বব্যাপী নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার ঘটবে বলে ধারণা করেন মেলায় আগত অতিথিরা। প্রথম দিনে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়।
মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে থেকে বাংলাদেশিরা তাদের পরিবারসহ মেলার প্রথম দিনে অংশ নেন। বাংলাদেশ থেকে আসা ত্রিশটি প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৭৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।
বইমেলার পাশাপাশি আমিরাতের গড়ে ওঠা বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ সময় অংশ নেয়।