জাগ্রত বাংলাদেশের (জেবিডি) সভাপতি আজমুল হোসেন জিহাদ বলেছেন, দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশের স্বার্থে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ দরকার। বাহাত্তর থেকে এখন পর্যন্ত সংবিধানে ১৭ বার সংশোধন আসলেও সুষ্ঠু নির্বাচন ও টেকসই গণতন্ত্রের জন্য আজও বাংলাদেশে আপামর জনতা সংগ্রাম করে যাচ্ছে।
শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর শাহবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সত্যেন বোস সভা কক্ষে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ৫০তম বার্ষিকী উপলক্ষে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) আয়োজিত ‘দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দিকে বাংলাদেশ; রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আজমুল হোসেন জিহাদ বলেন, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি আজও। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীতে সংসদীয় গণতন্ত্রের নবযাত্রা শুরু হবে। তবে এর জন্য রাষ্ট্রের যে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, তার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্দোবস্ত প্রয়োজন। তা না হলে এই রকম পরিবর্তন হলেও তা গণতন্ত্রের জন্য টেকসই ও স্থায়ী হবে না। তাই দেশের আপামর মানুষের জন্য বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ দরকার।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট এ ইউ জেড প্রিন্স, সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন, আইন সম্পাদক অ্যাডভোকেট এবিএম জোবায়ের প্রমুখ।