পঞ্চগড় প্রতিনিধি, আবু বক্কর সিদ্দিক, পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে রাসেল( ৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার সাথে আহত হয়েছেন মিলন নামের আরও এক যুবক।
শুক্রবার( ৪ নভেম্বর) সকাল ৮ সময় পঞ্চগড়ের চারমাইলে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায় নিহত রাসেল ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকার, স্থানীয় ও ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, নিহত রাসেল তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁওয়ে ফিরছিলেন, সে সময় অপর দিক থেকে একটি ট্রাক আসছিলেf, নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় রাসেল নামের যুবকের মৃত্যু হয়েছে, ঘটনাটি সত্যি বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল।