বোদা উপজেলায় ডোবার পানিতে পড়ে, ২১ মাস বয়সী হেসমা নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
১ নভেম্বর দুপুরে সময় বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপীর এলাকায় এ ঘটনা ঘটে। হেসমা ঔ এলাকার হাবিবুল্লাহর মেয়ে,।মা শম্পা বেগম বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, বাড়ির পাশে দুই বোন খেলা করছিলেন, হঠাৎৎ হেসমাকে না দেখতে পেয়ে, অনেক খোঁজাখুজী করার পরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজন।
এলাকাবাসীর সহযোগিতায় ডোবার পানি থেকে তুলে তাৎক্ষণিক বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক শিশু হেসমাকে মৃত ঘোষণা করেন।
বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে শিশু হেসমার মৃত্যু হয়েছে, বিষয়টি নিশ্চিত করে বলেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুজয় কুমার রায়