শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন আমিরাত প্রবাসীরা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৮, ২০২২ ৫:৪০ পূর্বাহ্ণ

Spread the love

শিগগিরই সংযুক্ত আরব আমিরাত থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে ও দ্রুত দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী এক মাসের মধ্যে এই অ্যাপ চালু করবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুবাইয়ে জনতা ব্যাংকের নতুন কার্যালয় উদ্বোধনকালে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

জনতা ব্যাংক ইউএইউ’র চিফ এক্সিকিউটিভ ইনচার্জ আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ম্যানেজিং ডিরেক্টর ও নির্বাহী প্রধান মোহাম্মদ আব্দুস সালাম আজাদ, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী সিআইপি ব্যক্তি বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক সেবার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ব্যাংকিং সেবার প্রবর্তন, জনবল বৃদ্ধি, এটিএম বুথ চালু, দ্রুত রেমিট্যান্স পাঠাতে প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন দাবি করে আসছিলেন আমিরাতের জনতা ব্যাংকের গ্রাহকরা। সে দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের শুরুতে আমিরাতের চারটি ব্রাঞ্চকে আধুনিকায়নের উদ্যোগ নেয় জনতা ব্যাংক।

ইতোমধ্যে আধুনিকায়নের মাধ্যমে আমিরাতের সারজাহ ব্রাঞ্চ তাদের গ্রাহক সেবা শুরু করলেও বাকি তিনটি ব্রাঞ্চের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। দ্বিতীয় পর্যায়ে দুবাইয়ের ব্রাঞ্চটি আধুনিকায়নের পর মঙ্গলবার রাতে উদ্বোধনকালে প্রবাসী বাংলাদেশিদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেন ব্যাংকের কর্মকর্তারা।

সর্বশেষ - প্রবাস