‘বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এটি দেশপ্রেমের একটি অংশ। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ছিলেন একজন দেশপ্রেমী। হিজরতের সময় যখন তাকে দেশ ছাড়তে হয়েছিল তখন অঝোরে কাঁদছিলেন। তাই আমাদের সবার উচিত মহানবীকে অনুসরণ করে নিজেদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা।’
সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল এবং অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ কথা বলেন।
মাহফিলে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং বর্তমান উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, যার যার পছন্দের রাজনৈতিক দল থাকতে পারে। সবাইকে নিয়ে বিজনেস অ্যাসোসিয়েশন নাম নিয়ে সংগঠনের যাত্রা শুরু হলেও মূলত এটি মানবতার সংগঠন। এখানে কারো রাজনৈতিক পরিচয় নেই। কেবল মানবতার কাজ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
‘নতুনত্বের পথে প্রবাসীদের সঙ্গে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা’ এ স্লোগানের আলোকে এগিয়ে যাওয়া বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল সিটি দুবাই সংগঠনটির নেতারা জানান আগামীতে মানবতার কাজে নিজেদের সংগঠনকে জড়িয়ে নিতে চান।
এ সময় অনুষ্ঠানে মারুপ উল হককে সভাপতি শাহ আলমকে সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম রিজুকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, এয়াকুব সুনিক, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, সাংবাদিক কামরুল হাসান জনি, মৌলানা ওমর ফারুক প্রমুখ।
সংগঠনের উপদেষ্টামণ্ডলীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহমেদ রশিদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিক সহ সংগঠনের সব নেতারা।