আকাশ পথে সিকিমে যেতে রাজধানী গ্যাংটনের কাছেই একমাত্র পেকং বিমানবন্দর। এতদিন সেখানে বিমান সেবা দিয়ে আসছিল স্পাইসজেট। সম্প্রতি এই বিমান সংস্থা সেখানে তাদের বিমান সেবা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে।
বেসামরিক বিমান মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের পরিচালককে ইতোমধ্যে তাদের সেবা ‘বাতিল’ করার সিদ্ধান্ত জানিয়েছে স্পাইসজেট।
তারা বলছে, আগামী ৩০ অক্টোবর থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাদের সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, ভারতের উচ্চতম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম পেকং এয়ারপোর্ট। এতদিন সেখানে টারবোপ্রুপ এয়ারক্রাফ্ট দিয়ে সেবা দিতো স্পাইসজেট। এই বিমান সংস্থার প্রায় ৩০টি বিমান রয়েছে। চলতি মাসের ১২ তারিখে তাদের একটি বিমান গোয়া থেকে আসার সময় হায়দ্রাবাদে জরুরি অবতরণ করে। কেবিনে ধোঁয়া দেখা দেওয়ার পরে তাদের ইঞ্জিন এবং অন্য জিনিসগুলো পরীক্ষা করে দেখার নির্দেশ দেয় সিভিল এভিয়েশন রেগুলেটর (ডিজিসিএ)। গত ২৭ জুলাই স্পাইসজেটকে তাদের মোট বিমানের অর্ধেক চালানোর জন্য একটি নির্দেশ দেয় ডিজিসিএ। আট সপ্তাহের জন্য ওই নির্দেশ দেওয়া হয়। গত মাসে সেই মেয়াদ চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত করা হয়েছে