সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন। বুধবার (১৯ অক্টোবর) হাইকমিশনের হলরুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ, হাইকমিশনারের সহধর্মিণী নাওমী নাহরিন, প্রথম সচিবের সহধর্মিণী রোমানা রাজিয়া সিদ্দিকী, প্রথম সচিব মো. সোহেল পারভেজ, দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়াসহ হাইকমিশনের কর্মচারীরা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া, যিনি সাবিনা খাতুনের সঙ্গে মালদ্বীপে একই ক্লাবে ফুটবল খেলছেন। অপরজন ফাতেমা তুজ জোহরা, তিনি মালদ্বীপ ক্রিকেট দলের বাংলাদেশি কোচ হিসেবে কাজ করছেন।
সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছেন। অনুষ্ঠানের শুরুতেই মালদ্বীপে ক্রিকেট কোচিংয়ের ওপর অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন ফাতেমা তুজ জোহরা। মাতসুসিমা সুমাইয়া মালদ্বীপ ও বাংলাদেশের ফুটবলের অভিজ্ঞতা সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করেন। পরে হাইকমিশনের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অন্য অতিথিদের নিয়ে কেক কাটা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ বিজয় লাভ ও আয়োজন সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করেন।
সবশেষে হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ সমাপনী বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে খেলাধুলার অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে সাবিনা খাতুন ও তার উত্তরসূরিরা আরও বড় টুর্নামেন্ট এমনকি বিশ্বকাপ জিতবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।