বুধবার , ১৯ অক্টোবর ২০২২ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কোটি টাকার সহায়তা দিয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৯, ২০২২ ২:৩১ পূর্বাহ্ণ

Spread the love

সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্নভাবে সাহায্যে করে অনন্য নজির স্থাপন করেছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ। প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, কর্মসংস্থান সৃষ্টির জন্য দুস্থদের মাঝে রিকশা বিতরণ, করোনা মহামারি ও বন্যার সময় বিপন্ন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী প্রদানসহ গত পাঁচ বছরে মানবকল্যাণে কোটি টাকার সহায়তা পৌঁছে দিয়েছে প্রবাসী এ সংগঠন।

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসের পাঁচ বছরপূর্তি অনুষ্ঠানে মানবিক কার্যক্রমের চিত্র ফুটে উঠে। রোববার (১৬ অক্টোবর) মিশিগান বাংলাটাউন খ্যাত হ্যামট্রামিকের গেট অব কলম্বাসে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪০০ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বড় পর্দার মাধ্যমে সংগঠনের বিগত পাঁচ বছরের কার্যক্রমের তথ্যচিত্র দেখানো হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর বাংলাদেশি ও আমেরিকান জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সংগঠনের সভাপতি মুহিত মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ডেমোক্র্যাটিক প্রাইমারি ইউনার ১৩তম কনগ্রেসনাল ডিস্ট্রিক্ট শ্রী থানেদার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর শাফী এলিম। স্বাগত বক্তব্যে রাখেন সেক্রেটারি শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

বক্তব্যে রাখেন হেলাল খান, বকুল তালুকদার, খাজা সাহাব আহমেদ, মো. শাহাবুদ্দিন, খলকুর রহমান, লায়েছ উদ্দিন, নাইম চৌধুরী, মিসবাহুর চৌধুরী, মাসুদ চৌধুরী, মামুনুল হুদা খান, আশহাবুর রহমান টিপু, আজিজ চৌধুরী মুরাদ, সৈয়দ সাহেদুল হক, আব্দুস শাকুর খান মাখন, দেলোয়ার আনসার, মাওলানা আতিক, সাহেদুল ইসলাম, আব্দুল বাছিত, অলিউর রহমান, আব্দুল আজিজ সুমন, ফয়সল আহমেদ, রেজাউল চৌধুরী, আহমেদ আলম শরীফ মাহদী, আবিদ আহমেদ জামিল, আমিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়েন্ট সেক্রেটারি মাশকুর হুসেন কাওছার ও ছিদ্দিকুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন আহমেদ তাওহিদ উদ্দিন।

সর্বশেষ - প্রবাস