এ বছরের ফেব্রুয়ারিতে জ্যামাইকায় হিলসাইড এভিনিউয়ের বড় একটি অংশের নাম দেওয়া হয় ‘লিটল বাংলাদেশ’। আর এবার নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউয়ে যুক্ত হলো বাংলাদেশের নাম। বাঙালি অধ্যুষিত এই এলাকার রাস্তাটির নতুন নাম হয়েছে ‘লিটল বাংলাদেশ।’
ব্রুকলিনের কেনসিংটনকে বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র বলে মনে করা হয়। নিউ ইয়র্কে মোট যত বাংলাদেশির বাস তার প্রায় ৩৫ শতাংশেরই বাস ওই এলাকায়।
স্থানীয় সময় রোবাবার দুপুরে ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউয়ে ‘লিটল বাংলাদেশ’ নামফলক উন্মোচন করেন নিউইর্কের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী কাউন্সিল ওম্যান শাহানা হানিফ। কয়েক শ বাংলাদেশি এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
শাহানা হানিফ বলেন, ৪০/৫০ বছর ধরে এই কমিউনিটির মানুষগুলো এই শহরে কাজ করে যাচ্ছেন। তাই এই শহরের প্রতি তাদের ভালবাসা, তাদের সম্মানের প্রতিদান এই নামকরণ।