বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সেই বালিশ কোলে করেই ঢাকা ছাড়লেন রিজওয়ান

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৯, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
সেই বালিশ কোলে করেই ঢাকা ছাড়লেন রিজওয়ান

Spread the love

স্পোর্টস ডেস্ক 

তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তান টিম গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখে। বিমানবন্দরে পাক টিমের ওপেনার রিজওয়ানের বালিশ কোলে করে আনার একটি ছবি ভাইরাল হয়। পরে এটা নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হৈ-চৈ হয়। 

 টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ফুরফুরে বাবর আজমের দল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেয়। সূত্র জানিয়েছে, দুবাই থেকে তারা দেশে ফিরবেন।

বাংলাদেশ ছাড়ার সময় বিমানবন্দরে পাক ওপেনার রিজওয়ানকে ফের বালিশ বুকে জড়িয়ে যেতে দেখা গেছে। 

পাক টিম সূত্রে জানা গেছে, রিজওয়ান যেখানেই যান, সেখানেই সঙ্গে করে তার এই প্রিয় বালিশটি নিয়ে যান। নিজ বাসা থেকে বালিশটি নিয়ে তিনি দুবাইয়ে যান। সেখান থেকে বাংলাদেশে। আবার সেই বালিশ নিয়েই ঢাকা ছাড়লেন। 

পিসিবি সূত্রে জানা গেছে, এ বালিশে রিজওয়ানের খুব আরামের ঘুম হয়। তাই দেশে কিংবা বিদেশে সব জায়গায়ই রিজওয়ান বালিশটিকে সঙ্গে করে নিয়ে যান।

সর্বশেষ - প্রবাস

Translate »