শুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১০, ২০২১ ৫:৫১ পূর্বাহ্ণ
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত

মেক্সিকোতে একটি কার্গো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন বহু মানুষ।  স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।  হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী।  খবর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের।

ফেডারেল অ্যাটর্নি জেনারেলের দপ্তর বলছে, ট্রাকটিতে শতাধিক মানুষ ছিলেন।  অভিবাসী বোঝাই ট্রাকটি মধ্য আমেরিকা থেকে এসেছিল।  যাচ্ছিল যুক্তরাষ্ট্রের দিকে।  চিয়াপাস রাজ্যে ট্রাকের ট্রেইলার ব্রিজে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়।  এতে আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।  তাদের অনেকের অবস্থা গুরুত্বর।

দুর্ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া ট্রাকের পাশে সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হতাহতরা।  সাদা কাপড়ে ঢাকা মরদেহের সারিও দেখা গেছে।

চিয়াপাসের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান লুইস ম্যানুয়েল গার্সিয়া জানান, মেক্সিকোতে এ যাবৎকালের দুর্ঘটনাগুলোর মধ্যে এটি ভয়াবহ একটি।  নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫৮ জন, অনেকের অবস্থা গুরুতর।

ট্রাকটি এত সংখ্যক মানুষের ভার বহন করতে পারছিল না।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এক টুইট বার্তায় এই দুর্ঘটনাকে ‘খুবই বেদনাদায়ক’ হিসেবে উল্লেখ করেছেন।  তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।  দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যেসব বিদেশি নাগরিক রয়েছেন তাদের বিস্তারিত তথ্য জানাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সর্বশেষ - সাহিত্য

Translate »