প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারের উম সালাল আলী এলাকায় বাংলাদেশিদের মালিকাধীন প্রতিষ্ঠান গাড়ির গ্যারেজ ‘কার টু কার মেইন্টেন্যান্স’ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে কার, মোটরবাইক, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ করা হবে।
স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে কাতারের উম সালাল আলী এলাকায় এই কার মেইন্টেন্যান্স গ্যারেজ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কাতারি স্পন্সর সালেহ আব্দুল্লাহ আল গেরারী।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জাকির হোসেন, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম।
উদ্বোধনের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।