বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১২, ২০২২ ১:২১ পূর্বাহ্ণ

Spread the love

ইউক্রেনজুড়ে সোমবারের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পরদিনও রুশ হামলা থামেনি। মঙ্গলবারও প্রধানত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা চালাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিবের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কিভি জানিয়েছেন, মঙ্গলবার ওই অঞ্চলের দুটো জ্বালানি স্থাপনায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ফলে, সেখানে বিশাল এলাকায় পরপর দ্বিতীয় দিনের মতো বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লাভিব শহরের মেয়র বলেছেন, শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শহরের একাংশে বিদ্যুৎ চলে গেছে। সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রধান একটি টার্গেট ছিল লাভিব। হামলার পর লাভিব শহরের বিরাট এলাকায় বিদ্যুৎ এবং সেই সাথে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয় প্রশাসন জানায় সোমবার রাত নাগাদ তারা ৯৫ শতাংশ বিদ্যুৎ এবং ৭০ শতাংশ পানি সরবরাহ চালু করতে সমর্থ হয়। কিন্তু পরদিনই অর্থাৎ মঙ্গলবারের হামলার পর শহরের ৩০ শতাংশ এলাকা আবারও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মেয়র অন্দ্রে সাদোভি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন। তিনি বলেন, শহরের পরিস্থিতি গুরুতর।

নুতন করে ছোঁড়া রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দেনেপ্রপেট্রোভস্ক অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোর ব্যপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন বলছে। আঞ্চলিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, পাভলোরাড এবং কামিয়ানস্কি জেলা দুটোতে এখন কোনো বিদ্যুৎ নেই।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলছে তাদের বিমান এবং যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া নিখুঁত এবং লক্ষ্যভেদী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের জ্বালানি এবং সামরিক অবকাঠামোতে আঘাত করা হয়েছে।

রুশ মন্ত্রণালয় বলছে, লক্ষ্য অর্জিত হয়েছে এবং নির্ধারিত সব টার্গেটেই আঘাত করা গেছে। তবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের প্রশাসন বলছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলা আজ মঙ্গলবারেও অব্যাহত ছিল। মঙ্গলবারের হামলার প্রধান টার্গেট ছিল পশ্চিমের লাভিব এবং দক্ষিণের শিল্পনগরী জাপোরিশা যেখানে আজ নতুন করে আরও প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র এসে পড়ে।।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়া জনগণের স্বাভাবিক জীবন যাপন অসহনীয় করে তোলার লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে জ্বালানি অবকাঠামো টার্গেট করছে। তিনি বলেন, রাশিয়ার এসব হামলা যুদ্ধাপরাধের সামিল। তবে রাশিয়া সবসময় এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে।

সর্বশেষ - প্রবাস