বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া’

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১২, ২০২২ ১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

আইন অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য ৪৭শ’ বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, দুর্নীতির মামলায় কারও দুই বছর সাজা হলে তিনি সংসদ নির্বাচন করতে পারবে না। সবক্ষেত্রেই এ নীতির প্রতিফলন আছে। খালেদা জিয়া আদালতের মাধ্যমে দণ্ডিত। প্রচলিত আইনানুযায়ী খালেদা জিয়া যোগ্য নির্বাচিত হলে নির্বাচন করতে পারবেন আর আইনানুযায়ী নির্বাচনের অযোগ্য হলে নির্বাচন করতে পারবেন না।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে কাজ চলছে। আগে অপব্যবহার হয়নি তা অস্বীকার করছি না। গণমাধ্যমকে এ জন্য ভীত হবার কোনো কারণ নেই।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
Translate »