নারী এশিয়া কাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচে ৭ ওভারে ৪১ রানের টার্গেট পেয়েও ৩ রানে হেরে গেলো নিগার সুলতানা জ্যোতির দল।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংসের ১৯তম বৃষ্টির জন্য থেমে যায় মাঠের খেলা। স্কোরবোর্ডে শ্রীলঙ্কার রান তখন ৫ উইকেটে ৮৩। পরে বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভার পূর্ণ করা সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৭ ওভারে জয়ের জন্য ৪১ রানের টার্গেট পায় বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে জয়ের উদ্দেশ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো জ্যোতি বাহিনী। পাকিস্তান আর ভারতের কাছে হেরে সেমিফাইনাল নিয়েই শঙ্কায় পড়ে যাওয়া নারী এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই ছিলো এই ম্যাচ। তবে এই ম্যাচেও হেরে এখন এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে না পারার শঙ্কায় পড়ে গেলো বাংলাদেশ।
টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। দ্বিতীয় ওভারেই তার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন পেসার জাহানারা আলম। দ্বিতীয় ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক চামারি আথাপাথুকে বোল্ড করে ১ রানেই ফিরিয়ে দেন জাহানারা। দলীয় ৬ রানেরি প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
তিন নাম্বারে নামা আনুশকা সঞ্জীওয়ানিকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার হর্ষিতা মাদাভি প্ররতিরোধ গড়ে তুললেও খুব বেশিদূর এগোতে পারেননি। অষ্টম ওভারের শেষ বলে দুজনের ২৫ রানের জুটি ভেঙ্গে দলীয় ৩১ রানের মাথায় হর্ষিতাকে ফেরান সানজিদা মেঘলা। ফেরার আগে লঙ্কান ওপেনার করেন ৩১ বলে ১৮ রান।