রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কাতারে আল জামান এক্সচেঞ্জের নতুন শাখা উদ্বোধন

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৯, ২০২২ ৫:০৯ পূর্বাহ্ণ

Spread the love

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান আল জামান এক্সচেঞ্জের ১৫তম শাখা উদ্বোধন করা হয়েছে। কাতারের সালোয়া রোডের ৩৭ নম্বর মেকানিজ এরিয়ায় গ্রেন্ড মলে স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন এ শাখার যাত্রা শুরু হয়।

শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ড. ইউছুফ জামান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সালে জামান, মো. আব্দুল্লাহ জামান, আল জামান এক্সচেঞ্জের জি এম আনোয়ার সাদাত, অপারেশন ম্যানেজার জুবায়ের আব্দুর রহমানসহ অনেকে।

এক্সচেঞ্জের বিজনেস ম্যানেজার বাংলাদেশি মোসলেম উদ্দিন বলেন, এ এক্সচেঞ্জের ১৫টি শাখায় প্রায় ৪০ জন প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। কাতারের কোনো এক্সচেঞ্জ হাউজে এত বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত নেই।

আল জামান এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ পথে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এক্সচেঞ্জের পক্ষ থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে প্রবাসী বাংলাদেশিদের সব রকম সহযোগিতা করা হয় বলেও জানান এ বাংলাদেশি।

সর্বশেষ - প্রবাস

Translate »