রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

হামলার পরিণতি কী হবে, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে জানাল ইরান

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১২, ২০২১ ৬:২০ পূর্বাহ্ণ
হামলার পরিণতি কী হবে, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে জানাল ইরান

Spread the love

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য আঘাত হানার প্রস্তুতির খবরে কঠিন হুশিয়ারি দিয়েছে ইরান।

শনিবার ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা আক্রমণকারীদের ‘ব্যাপক মূল্য’ দিতে হবে বলে  সতর্ক করে দিয়েছেন। 

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার মুখপত্র নূরনিউজ টুইটারে একজন সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ‘সামরিক কমান্ডারদের জন্য সত্যিকার লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করার পরিস্থিতি তৈরি করা আক্রমণকারীদের ব্যাপক মূল্য দিতে হবে।’

বৃহস্পতিবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলা কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে দুই দেশের নেতারা যদি অনুরোধ করেন তাহলে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য হামলা চালানো হতে পারে। 

এ পরিস্থিতির প্রস্তুতি নিতে সম্ভাব্য সামরিক অনুশীলনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিরক্ষা প্রধানরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দেশটির প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি বলেছেন, ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে। 

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো প্রত্যাহার করতে হবে।

সর্বশেষ - প্রবাস