সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ৭

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৩, ২০২১ ১০:০১ পূর্বাহ্ণ
ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ৭

Spread the love

ইতালিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি ভবনধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

রোববার সকালে ইতালির সিসিলিয়ান শহর রাভানুসায় ওই দুর্ঘটনা ঘটেছে। খবর আবর নিউজের।

ভবনধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করার সময় জরুরি বিভাগের কর্মীরা রোববার তিনজনের মরদেহ উদ্ধার করেন। সোমবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ পর্যন্ত জীবিত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গ্যাস লিক থেকে একটি বড় বিস্ফোরণের পরই ভবনটি ধসে পড়ে। এতে পাশের আরও দুটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতালিতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা খুবই বিরল। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

সর্বশেষ - প্রবাস