রবিবার , ২ অক্টোবর ২০২২ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত আন্দোলন

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২, ২০২২ ৩:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ খেলাফত আন্দোলন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবেই ৩০০ আসনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আমির আতাউল্লা হাফেজ্জী।

শনিবার (১ অক্টোবর) কামরাঙ্গীচর জামিয়া নুরিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে উমুমীর (সাধারণ পরিষদ) সদস্য সম্মেলনে এ কথা বলেন তিনি। যদিও বর্তমান সংসদ এবং স্থানীয় কোনো পর্যায়ে দলটির কোনো জনপ্রতিনিধি নেই।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধী সব নির্বাচনেই খেলাফত আন্দোলন অংশগ্রহণ করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও খেলাফত আন্দোলন অংশগ্রহণ করবে।

আতাউল্লা বলেন, দলটির প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুর যে উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমরাও সবাই একই উদ্দেশ্য নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনারা সবাই সবাই নিজ নিজ এলাকায় নির্বাচন করার প্রস্তুতি নেবেন।

দলটির মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আমরা নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবো এবং যে সব আসন ফাঁকা আছে সেগুলোও পূরণ করার চেষ্টা করবো।

এসময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিনসহ বেশ কয়েকজন নেতা।

সর্বশেষ - প্রবাস