অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি স্কুলে গত ১ ডিসেম্বর গুলি করে চার সহপাঠীকে হত্যাকারী কিশোরের বাবা-মাকে আদালত তলব করেছেন।
অক্সফোর্ড শহরের স্কুলে হামলাকারী ওই কিশোরের বাবা জেমস ও মা জেনিফারকে মঙ্গলবার রচেস্টারহিল জেলা আদালতে হাজির হতে বলা হয়েছে। খবর আরব নিউজের।
বাবার বন্দুক নিয়ে স্কুলে তাণ্ডব চালানোর কারণে ১৫ বছরের ওই স্কুলছাত্রের বাবা-মায়ের বিরুদ্ধেও হত্যা মামলা করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর তার বাবা-মা ডেট্রয়েটে গিয়ে আত্মগোপন করেন। পরে আলাদত তাদের ধরতে গ্রেফতারি পরওয়ানা জারি করেন।
গত ১ ডিসেম্বর ওই গুলিবর্ষণের ঘটনায় এক শিক্ষকসহ আরও ৭ জন আহত হন। এদিন অক্সফোর্ডের ওই স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বছর পনেরোর ওই শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যু হয় ১৪ ও ১৭ বছরের দুই ছাত্রী এবং ১৬ বছরের এক ছাত্রের। পরে হাসপাতালে মারা যায় আরও এক ছাত্র।