বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নোয়াখালীতে সিসি ক্যামেরা কন্ট্রোল মনিটিরিং সেন্টার স্থাপন

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

Spread the love

অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার লক্ষ্যে এবং জনগণের জান মালের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নোয়াখালীতে সিসি ক্যামেরা কন্ট্রোল মনিটিরিং সেন্টার স্থাপন করা হয়েছে। প্রাথামিকভাবে জেলা শহর মাইজদী ও বাণ্যিজিক শহর চৌমুহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে দুই শতাধিক অত্যাধুনিক সিসি ক্যামেরা।
এসব ক্যামেরায় ছবি ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ অপরাধীদের দ্রুত পরিচয় সনাক্ত করা যাবে।

বুধবার দুপুরে সুধারাম মডেল থানায় স্থাপিত সিসি ক্যামেরা কন্ট্রোল মনিটিরিং সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন দূর্গাপূজায় জেলায় সম্প্রদায়িক সম্পীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আরহবান জানান। অপরাধীদেরকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

জেলা পুলশ সুপার মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লা খান সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান একেএম শমছুদ্দিন জেহান।

সর্বশেষ - প্রবাস