নৌবন্দরের ৩টি ঘাটের ইজারায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আরিচা নদী বন্দর নিয়ন্ত্রণাধীন ৩টি ঘাটের ইজারায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। যেখানে সরকারের ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে মনে করছে দুদক।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির উপ-সহকারী পরিচালক আলিয়াজ হোসেন যেকোনো সময় মামলাটি দায়ের করবেন বলে ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে।
অনুমোদিত মামলার আসামিরা হলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ’র সদস্য দেলোয়ার হোসেন, দুই পরিচালক আবু জাফর হাওলাদার ও ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক সাইফুল, যুগ্ম পরিচালক জুলফা খানম, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এবং সাবেক তিন উপ-পরিচালক সেলিম রেজা, কবির হোসেন ও মাসুদ পারভেজ।
এছাড়া তিন ইজাদারকেও মামলায় আসামি করা হবে। তারা হলে- এজাজ আহমেদ সোহাগ, সাইফ আহমেদ ইমন এবং রফিকুল ইসলাম খান।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে নৌবন্দরের ইজারা দেওয়া হয়। কিন্তু ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে আরিচার নগরবাড়ি, কাজিরহাট ও নরাদহ ঘাটের ইজারায় কোনো দরপত্র আহ্বান করা হয়নি। বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা পরস্পর যোগসাজশে এইসব ঘাটের ইজারা কম মূল্যে দিয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি।