ভারতের গোয়া থেকে ২০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাদেরকে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। রোববার তিনি বলেন, এখন পর্যন্ত ২০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বাংলাদেশিকে ধরতে স্থানীয় গ্রামগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ ধরা পড়লে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ খবর দিয়েছে এএনআই।
গোয়াতে বাংলাদেশি গ্রেপ্তারের বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও জানানো হয়েছে বলেও জানিয়েছেন সাওয়ান্ত। তিনি বলেন, আমাদের পুলিশ এবং ডিজিপি গোয়ার গ্রামগুলোতে ভাড়াটেদের পরিচয় যাচাই করে দেখছিলো। এসময় দেখা যায় এই বাংলাদেশিরা গোয়ায় অবৈধভাবে ব্যাবসা করছে। তাদের ভারতীয় কোনো ঠিকানাও নেই। এরইমধ্যে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।