গত ১৬ই সেপ্টেম্বর মালয়েশিয়ার প্রজাতন্ত্র দিবসে দেশটির ১৫টি সিনেপ্লক্সে মুক্তি পায় বাংলাদেশের আলোচিত “দিনঃদ্য ডে” চলচ্চিত্রটি। এ উপলক্ষে ১৩ সেপ্টেম্বর নিজেদের অভিনীত ছবিটির প্রচারণায় মালয়েশিয়ায় আসেন অনন্ত-বর্ষা জুটি। ১৫ সেপ্টেম্বর অনন্ত-বর্ষা জুটি ও মালয়েশিয়ায় কর্মরত দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন মালয়েশিয়ায় এয়ার টিকেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এনজেড ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরস।
কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্ট এ সাংবাদিক মোস্তাফা ইমরান রাজুর পরিচালনায় এ আয়োজনে অনন্ত-বর্ষা জুটিকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন এনজেড ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরস-এর সিইও নররিজাল বিনতি মোহাম্মদ এবং কুয়ালালামপুর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মুন্না। অনুষ্ঠানে অনন্ত- বর্ষা জুটি ও সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি এবং পেশার প্রায় শতাধিক অতিথি। এসময় রেস্টুরেন্টটির পুরো মিলনায়তন এক মিলন মেলায় পরিণত হয়।
নৈশভোজে অনন্ত-বর্ষার সাথে সফরসঙ্গী হয়ে মালয়েশিয়ায় আসা বর্তমান সময়ের পরিচিত মুখ, প্রয়াত গুণী অভিনেতা আব্দুল কাদেরের নাতনি শিশু শিল্পী সিমরিন লুবাবা ও তার পরিবার, এনজেড ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরস এর উপদেষ্টা জাহিদুর রহমান টিপু, কুয়ালালামপুর ব্রাঞ্চ ইনচার্জ আবির মোহাম্মদ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ, এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, নিউজ২৪ প্রতিনিধি শাহাদাত হোসেন, এখন টিভি প্রতিনিধি শাহরিয়ার তারেক, বিজয় টিভি প্রতিনিধি আশারাফুল মামুন, বাংলা টিভি প্রতিনিধি মোহাম্মদ আলী, এসএ টিভি প্রতিনিধি বাপ্পী কুমার, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি আবির উদ্দিন, ব্যবসায়ী এস এম নিপু, রাসেদ বাদল, আলী হোসেন, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ মোবেন, মোহাম্মদ খালেদ, লাল মোহাম্মদ, চিত্র পরিচালক জাফর ফিরোজসহ বেশ কয়েকটি বাংলাদেশি পরিবার ।