বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কাতারে ফিফা বাংলাদেশি ভলান্টিয়ার গ্রুপের রক্তদান কর্মসূচি

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৬:৩১ পূর্বাহ্ণ

Spread the love

‘রক্তের বন্ধনে বাঁধি প্রাণ’ শ্লোগানে মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে রক্তদান কর্মসূচি পালন করেছে ফিফা বাংলাদেশি ভলান্টিয়ার গ্রুপ কাতার।

গত বৃহস্পতিবার স্থানীয় হামাদ মেডিকেল কর্পোরেশন ব্লাড ডোনেশন সেন্টারে ফিফা বাংলাদেশি ভলান্টিয়ার গ্রুপ কতৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুল বারেকের সর্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মো. মুস্তাফিজুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউ’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, কাতার স্কুল ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম, কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, প্রচার প্রকাশনা সম্পাদক আবু হানিফ রানা ও গালফ বাংলা নিউজ’র এডমিন তামিম রায়হান।
আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন যথাক্রমে শাহিন আহমেদ, সাজ্জাদুল হক, আনোয়ার হোসেন, আবজল আহমেদ, জসিম উদ্দিন।
কর্মসূচিতে অংশগ্রহন করতে কাতারের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ফিফা ২০২২ কাতার বিশ্বকাপে দায়িত্ব পাওয়া বাংলাদেশি ভলান্টিয়ার গ্রুপের সদস্যরা।

এসময় দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মো. মুস্তাফিজুর রহমান বলেন, ফিফা বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের এরকম উদ্যোগ কাতারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি এই রক্তদান কর্মসূচি অন্যের জীবন বাঁচাতে সাহায্য করবে।

বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন বাংলাদেশি ভলান্টিয়ারদের ধন্যবাদ জানিয়ে বলেন, কতজন বাংলাদেশি রক্ত দিবে সেটি বড় বিষয় নয়, এই সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে কতজন অংশ নিয়ে রক্ত দিয়েছে সেটি বড় বিষয়।

সর্বশেষ - প্রবাস

Translate »