মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ফিরলেন মানসিক ভারসাম্যহীন নুর নাহার, একসঙ্গে পেলেন ৬ বছরের বেতন

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৩, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

Spread the love

পরিবারে একটু সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে যান নুর নাহার। গৃহকর্মী হিসেবে তাকে সেখানে নেওয়া হয়। কিন্তু সৌদি গিয়ে ভেঙে যায় তার সব স্বপ্ন। বিচ্ছিন্ন হয়ে পড়েন পরিবার থেকে। এক-দুই মাস নয়। দীর্ঘ ছয় বছর তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন নুর নাহার।

বলা চলে নুর নাহারের ভাগ্য ভালো, কারণ তিনি বেঁচে ফিরেছেন বাংলাদেশে। সেই সঙ্গে পেয়েছেন ছয় বছরের পাওনা বেতন-ভাতা।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন নুর নাহার। একই সঙ্গে নুর নাহারের নিয়োগকর্তা সৌদি নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয় বছরের বেতন-ভাতা। যার পরিমাণ ১৯ লাখ টাকার বেশি।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে তার পাওনা অর্থ বুঝে পেয়েছেন নুর নাহার। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। নুর নাহারের স্বামী মানসিক ভারসাম্যহীন। তার একটি মেয়ে রয়েছে।

২০১৬ সালে স্বামী ও মেয়েকে দেশে রেখে সৌদি আরবে যান তিনি। যাওয়ার পর পরিবারের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ ছয় বছর অতিবাহিত হওয়ায় তাকে ফিরে পাওয়ার আশা একরকম ছেড়েই দেয় তার পরিবার। অপরদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে নুর নাহারও অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
Translate »