জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ‘জার্মান আওয়ামী লীগের সম্মেলন ২০২২’ করার লক্ষ্যে প্রস্তুতি আলোচনা সভার আয়োজন করে। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফ্রাঙ্কফুর্ট শহরে একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জার্মান আওয়ামী লীগের নেতা হাকিম টিটু ও নজরুল ইসলাম খালেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব মিজানুর হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহাবুদ্দিন, ইউনুস আলী খান, মাবু জাফর স্বপন ও হাসনাত মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফিজুর রহমান আলম।
সভায় আরও বক্তব্য রাখেন মোবারক আলী ভূঁইয়া বকুল, খান লিটন, মাসুদুর রহমান মাসুদ, নূরে আলম সিদ্দিকী রুবেল, কামরুজ্জামান, মায়েদুল ইসলাম তালুকদার বাবুল,মুক্তিযোদ্ধা আ. ওয়াদুদ, আ. মালেক, রোকেয়া রোথে, আ. আজিজ চৌধুরী, ইসমাইল হোসেন, কামাল ভূঁইয়া, মনোয়ার সরদার, ফিরোজ আহমেদ, আলমগীর আলী আলম, মুরার মাহামুদ বেপারী, কামাল বেপারী, সূর্য কান্ত ঘোষ, শেখ রেদোয়ানসহ আরও অনেকেই।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।