চলতি এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যায় টিম ইন্ডিয়ার। এই অবস্থায় শ্রীলংকার বিপক্ষে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচটি কার্যত ডু-অর-ডাই পরিস্থিতিতে এসে দাঁড়ায় রোহিত-কোহলিদের সামনে। এমন কঠিন সমীকরণেও মাঠে নেমে হেরে গেছে ভারত। শ্বাসরূদ্ধকর ম্যাচে ভারতকে এক বল হাতে রেখে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা। এ জয়ে ভারতকে এশিয়া কাপের ফাইনালে পথ কঠিন করে দিল দাসুন শানাকার দল।
অলরাউন্ডিং পারফরর্ম্যান্স দেখিয়েছেন লঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বল হাতে ২ ওভারে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে খেলেছেন ১৮ বলে ৩৩ রানের অপরাজিত ঝড়ো ইনিংস। যে কারণে ম্যাচসেরা পুরষ্কার উঠেছে তারই হাতে।
এমন দুর্দান্ত জয়ের প্রতিক্রিয়ায় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, এ জয়ে ড্রেসিংরুমে ছেলেদের আত্মবিশ্বাস দারুণ বেড়ে গেছে। আজ দলের ব্যাটাররা আমাদের জেতাল। পাথুম এবং কুশল সেটা দুর্দান্তভাবে শুরু করল এবং রাজাপাকসে এবং আমি শেষ করলাম। বোলাররাও ভাল বল করেছে। তবে পুরো ম্যাচ জুড়ে নয়। কৃতিত্ব দিতে চাই দিলশান ও থিকশানাকে। তারা সত্যিই ভালো বোলিং করেছে। ভারতীয় ব্যাটাররা শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করেছিল। কিন্তু তারা ভালো করে (সেটা রুখে দিয়েছে)।ওদের ১৭৩ রানের মধ্যে আটকে রাখতে পেরেছি।
শানাকা আরও বলেন, প্রথম ম্যাচের পর আমরা (এ ম্যাচ) নিয়ে গুরুত্ব নিয়ে আলোচনা করি। আমরা জানি আমরা কী করতে পারি। প্রথম ম্যাচে হারার পরে আমরা আলোচনা করেছিলাম। নিজেদের বলেছিলাম, আমরা এশিয়া কাপ জিততে পারি। দলের ক্রিকেটাররা নিজেদের প্রতি বিশ্বাস রেখেছিল। তার ফল পাচ্ছি।
মাত্র ২ ওভার বল করার বিষয়ে শানাকা বলেন, ‘এটা আসলে টিম কম্বিনেশনের কারণে হয়েছে। তাই আমি আমার বোলিংয়ের কোটা পূরণ করিনি। দলের জন্য সবচেয়ে ভালো যেটা সেটাই সিদ্ধান্ত নিতে হবে আমাকে।’