শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ায় স্বদেশিকে হত্যার দায় স্বীকার বাংলাদেশির

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৩, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ

Spread the love

মালয়েশিয়ায় স্বদেশিকে হত্যার দায় স্বীকার করেছেন বাংলাদেশি যুবক মো. ইমরান (৩২)। শুক্রবার (২ সেপ্টেম্বর) ম্যাজিস্ট্রেট নুর ফাদরিনা জুলখাইরির আদালতে তিনি দায় স্বীকার করেন।

মো. ইমরানের বিরুদ্ধে অভিযোগ, গত ২১ আগস্ট রাতে দেশটির পেনাং রাজ্যের কমপ্লেক্স আস্তাকা বুকিত গেডুং এর প্রবেশমুখে আলম শফিক নামে আরেক বাংলাদেশিকে হত্যা করেন।

এদিন আদালতে ম্যাজিস্ট্রেট অভিযোগ পড়ে শোনালে তিনি মাথা নেড়ে দায় স্বীকার করেন। তবে মামলাটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত হওয়ায় আসামির পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

দেশটির দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে ইমরানের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে তিনি বাধ্যতামূলক মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন।

আদালত ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন। এদিন রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুরুল আতিকাহ আশরাফ আলী। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সর্বশেষ - প্রবাস

Translate »