বিদেশি (ধনী) বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মালয়েশিয়ায় চালু হচ্ছে প্রিমিয়াম ভিসা। আগামী ১ অক্টোবর থেকে এ ভিসার আবেদন করা যাবে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, সব বয়সী আগ্রহী বিদেশি বিনিয়োগকারীর অফশোর আয় মাসে কমপক্ষে ৪০ হাজার বা বছরে ৪ লাখ ৮০ হাজার রিঙ্গিত থাকতে হবে।
সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং পর্তুগালের গোল্ডেন ভিসা উদ্যোগের মতো দেশে স্থায়ীভাবে বসবাসে ধনী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সরকার একটি নতুন প্রিমিয়াম ভিসা প্রোগ্রাম চালু করেছে মালয়েশিয়া।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন এক বিবৃতিতে বলেছেন, প্রিমিয়াম ভিসা প্রোগ্রাম (পিভিআইপি) মালয়েশিয়ার সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশগুলো ছাড়া সব দেশের ধনী ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে। আবেদনকারীদের সংখ্যা মালয়েশিয়ার জনসংখ্যার ১ শতাংশে সীমাবদ্ধ করা হবে।
আবেদনকারীদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ১ মিলিয়ন থাকতে হবে এবং সম্পত্তি কেনার জন্য বা চিকিৎসা ও শিক্ষাগত খরচের জন্য এক বছর পরে সেই পরিমাণের ৫০ শতাংশ তুলে নেওয়ার অনুমতি রয়েছে।
বিজ্ঞপ্তিতে সফল আবেদনকারীদের ক্ষেত্রে স্বামী/স্ত্রী, সন্তান, বাবা-মা, শ্বশুর বাড়ি এবং গৃহকর্মীকে বিদ্যমান অভিবাসন আইন সাপেক্ষে নির্ভরশীল হিসেবে আনতে অনুমতি দেওয়া হয়।