চলতি অর্থবছরের সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। যা ২০২১-২২ অর্থবছরের আগস্ট মাস থেকে ২২ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বেশি। গত অর্থবছরের আগস্টে দেশে ১৮১ কোটি ১ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। যা গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল। যদিও এক মাসের ব্যবধানে আগস্টে ৫.৯১ কোটি ডলার কম রেমিট্যান্স এসেছে তবে তা আগের দুই বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২১ সালের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ১৪ লাখ মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ডলার। ২০২০ সালে জুলাই মাসে ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স আসলেও আগস্টে এসেছিল ১৯৬ কোটি মার্কিন ডলার। তাতে ২০২০ এবং ২০২১ সালের আগস্টের তুলনায় এবার বেশি রেমিট্যান্স এসেছে।