মাঝ আকাশে উড়ছিল ফ্লাইট, ঠিক সে সময়ে ঘটে যায় এক ভয়ঙ্কর কাণ্ড। এক পাইলট আরেক পাইলটের নির্দেশ না মানায় দু’জনের মধ্যে লেগে যায় ঝগড়া। আর এই ঝগড়া থেকে শুরু হয় হাতাহাতি।
এমন কাণ্ড ঘটেছে ভিয়েনা থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে। আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, এ ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ওই দুই পাইলটকে।
ঝগড়ার জেরে উড়ন্ত প্লেনের ককপিটের মধ্যে দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট অপর জনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন। পরে ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে ভেতরে ঢুকে অবাক ক্রু সদস্যরা। তারা ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান। পাইলটরা যাতে আর নিজেদের মধ্যে ঝগড়া না করতে পারেন সে জন্য বাকি সময়টা এক ক্রু সদস্য ককপিটে বসেছিলেন।
এ বিষয়ে এয়ার ফ্রান্সের এক মুখপাত্র বলেন, এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় পরিচালনা বিঘ্নিত হয়নি বলে দাবি করেন তিনি।
তবে পাইলটদের এ ধরনের আচরণে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন অনেকেই।