মুক্তিপণের টাকা দিয়েও হদিস মিলছে না প্রবাসী গোলাম কিবরিয়া খোকনের। তার স্ত্রী জানান, ২৬ আগস্ট শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে খোকন ছাগলনাইয়ার বাসা থেকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বাজারের উদ্দেশে বের হয়। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। পরে রাতে তিনি ছাগলনাইয়া থানায় একটা সাধারণ ডায়েরি করেন।
খোকনের পরিবারের অন্য সদস্যরা জানান, শনিবার সকালে খোকনের নম্বর থেকে একবার ও অপর একটি নম্বর থেকেও আরেকবার অপরিচিত এক লোক তাদের বাসায় ফোন করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবারের সদস্যরা নির্দিষ্ট নম্বারে ২৫ হাজার টাকা বিকাশে পাঠায়। টাকা দেয়ার পর থেকে নম্বরটিও বন্ধ রয়েছে।
খোকন ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামের আব্বাস আলি হাজি বাড়ির সফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে ছাগলনাইয়া পৌর শহরের সুবেদারি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
তার ছেলে মিনহাজ আহমেদ মাহিম জানান, তার পরিবার খুব দুশচিন্তায় রয়েছেন। এব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, পুলিশ খোকনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।