২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ খেলতে মঙ্গলবার (২৩ আগস্ট) দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে দলের সাথে নেই হেড কোচ! টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো এখন শুধু টেস্ট ও ওয়ানডে কোচ। টি-২০ ফরম্যাটে নেই। তার জায়গায় বিসিবি নিয়োগ দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীধরন শ্রীরামকে। নিয়োগ দিয়েছে ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ হিসেবে। ২০ ওভারের ফরম্যাটে শ্রীধরনই ম্যাচ পরিকল্পনা করবেন। দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টিতে পরিবর্তনের ছোঁয়া লাগবে; নাজমুল হাসান পাপনের এমন আভাসের এক দিন না যেতেই জানা যায়, এই সংস্করণের জন্য কোচ হিসেবে আসছেন শ্রীরাম। প্রধান কোচ ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া হয়, শ্রীরাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসলেও কল কাঠি নাড়বেন তিনিই।