যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রকৌশলী নাজমুল আহসান বাবুল (৬৩)। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজা সংলগ্ন ব্রডওয়েতে এমটিএ বাসের ধাক্কায় প্রাণ যায় এই বাংলাদেশির।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে টহল পুলিশ জানায়, রেডলাইটেই রাস্তা অতিক্রমের সময় এমটিএ বাসের ধাক্কা খান নাজমুল। ছিটকে পড়েন রাস্তার কংক্রিটে। ফেটে যায় মাথা। রক্তাক্ত হয়ে পড়ে পিচ ঢালা পথ। ঘটনার আকস্মিকতায় বাস ড্রাইভার সেখানেই দাঁড়িয়ে ছিলেন। ৯১১-এ কল পেয়ে টহল পুলিশ গিয়ে দেখে যে, আহসানের নিথর দেহ রাস্তার ওপর। সাথে সাথে তাকে পুলিশের আনা এ্যাম্বুলেন্সে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালে নেয়া হয়।
জরুরি বিভাগের চিকিৎসকরা জানান যে, মাথায় প্রচন্ড আঘাতে তার মৃত্যু হয়। বাস ড্রাইভারের বিরুদ্ধে বুধবার নাগাদ কোন অভিযোগ করেনি পুলিশ। তবে তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে।
মাগুরা জেলা সমিতির সেক্রেটারি সাজ্জাদ হোসাইন বুধবার এ সংবাদদাতাকে জানান, মাগুরা শহরের সন্তান আহসান দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে ওজনপার্কে ৮১ স্ট্রিটে বাস করতেন। স্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট ছিল ৪১ এভিনিউ এবং ব্রডওয়েতে ডা. রহমানের সাথে। স্ত্রীকে সেখানে রেখে জ্যাকসন হাইটসে ৩৭ এভিনিউর ওপর ফেড-এ্যাক্সের স্টোরে এসেছিলেন আহসান ভাই। সেই স্টোরের মালিক তৌহিদ হাসান হচ্ছেন আমাদের সমিতির কোষাধ্যক্ষ। তিনজনে আলাপ করছিলাম সমিতির অভিষেক উৎসব নিয়ে। সেখান থেকে হেঁটে স্ত্রীর কাছে যাবার পথেই মর্মান্তিক এ দুর্ঘটনার ভিকটিম হলেন মাত্র ১৫ দিন আগে নির্বাচিত মাগুরা জেলা সমিতির সভাপতি নাজমুল আহসান। সংবাদটি সকলকে মর্মাহত করেছে। তার লাশ ময়না তদন্ত শেষে আমরা জানাজা ও নিউইয়র্কেই দাফনের ব্যবস্থা করবো। তিনি সকলের দোয়া চেয়েছেন ভিকটিম পরিবারের এ শোক কাটিয়ে উঠার পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনায়।