বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করতে পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ‘বৈজ্ঞানিক পুরস্কার ২০২২’ ঘোষণা করেছে। এবারের বৈজ্ঞানিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লিসবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ।
লিসবন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট সুপারিয়র টেকনিকো (আইএসটি) শাখার ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাভাল ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোস্পেস (এয়ারক্রাফট) ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতার ভিত্তিতে তিনি এই পুরস্কার অর্জন করেন। প্রকৌশলের এই তিনটি ক্ষেত্রে বহুসংখ্যক অধ্যাপক ও গবেষকদের মধ্যে তিনিই একমাত্র এই পুরস্কার পান।
সোহেল মুর্শেদের অসামান্য গবেষণা এবং অবদানের জন্য বর্তমানে তিনি পুরো ডিপার্টমেন্ট এবং প্রতিষ্ঠানের প্রশংসায় ভাসছেন। পাশাপাশি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের রেক্টর থেকে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে ডিপ্লোমা অফ অনার এবং নগদ অর্থ প্রদান করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।