শনিবার , ২০ আগস্ট ২০২২ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শ্রীনগরে সরকারি জায়গা দখলের অভিযোগ

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২০, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহারের মির্মিত ঘরের পাশে সরকারি জায়গা দখল করা হয়েছে। ওই গ্রামের মরহুম ছাবেদ আলীর পুত্র দিদার হাওলাদারের বিরুদ্ধে এ জমি দখলের অভিযোগ উঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুকুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম নওপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে খাস খতিয়ানের জায়গাটি ভরাট করে লাগানো হচ্ছে গাছ। এতে আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘরগুলো হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ সময় দখলকারী দিদার হাওলাদারের পুত্র মো. খাইরুল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন, স্থানীয় তহশিলদার ও জনপ্রতিনিধির সাথে কথা বলে জায়গাটি ভরাট করেছি। এলাকাবাসী জানায়, আশ্রয়ণ প্রকল্প ও রাস্তার পাশে পুরোটাই সরকারি জায়গা। ভরাটকারীরা জানিয়েছে অনুমোতি নিয়ে ওই জায়গা ভরাট করছেন। এ ভাবে যদি সরকারি জায়গা দখল হয়ে যায়, তাহলে সবাই দখল করবে।

স্থানীয় ইউপি সদস্য মো. তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি ভরাটের বিষয়ে আমি কিছুই জানি না। স্থানীয় ভূমি অফিসের তহশিলদার আমাকে জানালে আমি তাদেরকে জমি ভরাটের বিষয়ে নিষেধ করেছি। দখলকারীদের দেওয়া তথ্য সঠিক নয়।
কুকুটিয়া ইউনিয়নের তহশিলদার গোলাম কিবরিয়ার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভরাটকৃত জায়গায় দখলকারীদের বেড়া ভেঙ্গে দিয়ে এসেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - প্রবাস