শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দক্ষিণ পাইকশা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সাহবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমত, কোলাপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান হাজী নেছারউল্লাহ্ সুজন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী গোপীনাথ দাস, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল সালাম, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সুব্রত সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাদ সিকদার প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আতাহার হোসেন, ছাত্রলীগ নেতা নূর নবী অন্তুসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।