শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৫, ২০২১ ৮:১৬ পূর্বাহ্ণ
হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন

Spread the love

মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননা ও অসম্মান করা মানেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন,  মুসলমানদের নবীকে অবমাননা করাই কি বাকস্বাধীনতা। অন্তত আমি তা মনে করি না। অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিৎ।

স্বাধীনতা মানে অন্য ধর্মের প্রতি অবমাননা নয়। সব ধর্মকেই সম্মান করতে হবে।

মস্কোতে বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। খবর রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস ও তুর্কি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুর।

ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।

এসময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাজি বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাতে বলেন।

বহুজাতিক ও বহু মতাদর্শের কয়েকটি রাষ্ট্র নিয়ে রাশিয়া গঠন করা হয়। এখানে তাই ভিন্ন ধর্ম ও মতাদর্শের প্রতি সম্মান দেখানো হয়।

সর্বশেষ - প্রবাস