চীনে পর্যটনের জন্য বিখ্যাত একটি শহর সানিয়া, যা ‘চীনের হাওয়াই’ নামে পরিচিত। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তারের পর দেশটির কর্তৃপক্ষ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে ওই অঞ্চলে ৮০ হাজারের বেশি পর্যটক আটকা পরে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
চীনে দক্ষিণের হাইনান দ্বীপের মধ্যে অবস্থিত এই শহরটির জনসংখা ১০ লাখেরও বেশি। যেখানে রবিবার (৭ আগস্ট) ৪৮৩ জন করোনায় আক্রান্ত হন বলে রিপোর্ট এসেছে।
এর ফলে সপ্তাহান্তে শহরের বাইরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে।
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যে পর্যটকরা দেশের বাইরে যেতে চান তাদের সাত দিনের মধ্যে পাঁচটি পিসিআর পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল আসলে তারা ভ্রমণ করতে পারবে।
শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির একজন কর্মকর্তা বলেছেন, শহরের হোটেলগুলোকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল না হওয়া পর্যন্ত পর্যটকদের ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।
করোনার কারণে চীনের বিভিন্ন সীমান্ত ২০২০ সালের শুরু থেকে বন্ধ রয়েছে। আন্তর্জাতিক পর্যটনও বন্ধ করে দিয়েছে দেশটি।