গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় চত্বর ও এর আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা ওই এলাকার ময়লা-আবর্জনা
পরিস্কার করেন। এ সময় বক্তব্য রাখেন ও শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক , ‘বিডি ক্লীন ঠাকুরগাঁওয়ের উপদেষ্ঠা মোস্তাফিজুর রহমান রিপন। এ ছাড়াও আরও বক্তব্য রাখেন, বিডি ক্লীন ঠাকুরগাঁওয়ের উপদেষ্ঠা সামিউল, রংপুর বিভাগীয় সমন্বয়ক মেহারাব হোসেন, সহ-সমন্বয়ক আরিফুজ্জামান প্রমুখ।