শনিবার , ৬ আগস্ট ২০২২ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৬, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

বীর মুক্তি যোদ্ধা ও নোয়াখালী পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আবদুল মালেক কমিশনারের স্মৃতি চারণ উপলক্ষে আজ শনিবার নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় সোনাপুর আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এই বীর মুক্তি যোদ্ধা মমতাজুল করিম বাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শামসুদ্দিন জেহান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মেদ ও নোয়াখালীর পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফ উদ্দিন সোহান।

আজ সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য বাছাই কার্যক্রম চলবে। এখানে ৫০০ শতাধিক রোগিকে চিকিৎসাসেবা দেওয়া হবে এবং ১০০ জন জটিল চক্ষু রোগির ছানি অপারেশনের জন্য চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হবে এবং সেখানে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেহান জানান প্রতি বছর গরিব রোগিদের জন্য এই কার্যক্রম চলবে।

সর্বশেষ - প্রবাস