টাঙ্গাইলে চলন্ত বাসে জিম্মি করে আলোচিত গণডাকাতি ও ধর্ষণের ঘটনায় কুষ্টিয়া-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ঈগল পরিবহন সাময়িকভাবে বন্ধ ষোষণা করেছে কর্তৃপক্ষ।
ঈগল পরিবহনের কুষ্টিয়ার লাইনম্যান পলাশ জানান, ওই বাসের চালকের নাম মনি আহমেদ ও হেলপার দুলাল। প্রায় ২০ দিন আগে মনি বাসের চালক হিসেবে যুক্ত হন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর থেকে বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশে বাসটি রওনা হয়। পথিমধ্যে কুষ্টিয়ার হোসেনাবাদ, ডাংমড়কা, আল্লারদর্গা, রাজাপুর, কাচিকাটাসহ বিভিন্ন কাউন্টার থেকে প্রায় ২৮ জন যাত্রী ওঠেন। এদিকে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর কুষ্টিয়া-নারায়ণগঞ্জ রুটে ঈগল পরিবহন চলাচল সাময়িক বন্ধ রাখা রয়েছে। বুধবার সকাল থেকে বাসের টিকিট বিক্রিও বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।