বুধবার , ৩ আগস্ট ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জুতার মালা দিয়ে বিদায়, ফুলের মালা দিয়ে বরণ!

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

Spread the love

অবশেষে কলেজে যোগদান করলেন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস।

বুধবার  সকালে অধ্যক্ষ স্বপন কুমার কলেজে এলে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। অথচ এই অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ কলেজছাত্র রাহুলকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিলো মাত্র কদিন আগে। এরপর কলেজ বন্ধ করে দেওয়া হয়।এরপর দীর্ঘ ৩৬ দিন বন্ধ ছিল কলেজ।

গত ২৪ জুলাই কলেজ খুললেও অধ্যক্ষ যাননি। এমনকি নিজ বাড়িতেও ফেরেননি তিনি। লজ্জায় অপমানে লুকিয়ে রেখেছিলেন নিজেকে। অবশেষে দীর্ঘদিন পর বুধবার কলেজে ফিরলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস।

আমরা চাই এ ধরণের ঘটনা আর যেন না ঘটে। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে সেই মেরুদন্ড তৈরির কাজ করেন একজন শিক্ষক। অথচ সেই শিক্ষকের সেই মর্যাদা আমরা দিতে পারছিনা।

শিক্ষা ও শিক্ষকের মর্যাদা নেই বলে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত জাতি।  সেই জাতির হাতে কাছ থেকে অনিরাপদ পুরো জাতি। ঘুষ, দুর্নীতি রাহাজানি আর লুন্ঠনে ভরে গেছে দেশ। কারণ আমাদের প্রজন্মকে নৈতিক শিক্ষাটা আমরা দিতে পারছিনা।

এ জন্য শিক্ষকের সঠিক মর্যাদা দিতে হবে, তাহলেই দেশ মুক্তি পাবে অন্যায় অবিচার থেকে।

সর্বশেষ - প্রবাস

Translate »