নাটোরের হয়বতপুরে ডিবিসির ভিডিও জার্নালিস্টকে ধাক্কা দেয়ার পর চেয়ারম্যানকে চেয়ার ছুড়ে মারলেন হয়বতপুর ইনসানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জাফর বরকত।
৩ আগস্ট বুধবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার হয়বতপুর ইনসানিয়া ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মাদ্রাসার বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে ডিবিসি নিউজের প্রতিবেদন তৈরির জন্য ক্যামেরা সহকারি সৌম্য তালুকদার ওই মাদ্রাসায় যায়। সেখানে মাদ্রাসার সহকারী অধ্যাপক জাফর বারকত ওই ভিডিও জার্নালিস্ট এর দিকে তেড়ে আসেন এবং ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। এসময় ওই ভিডিও জার্নালিস্টকে রাষ্ট্রদ্রোহী নাশকতাকারী বলে গালাগাল দিতে থাকেন। এ সময় বাইরে থেকে কিছু লোকজন সেখানে উপস্থিত হলে ওই শিক্ষক আরো চড়াও হন।
ওই ভিডিও জার্নালিস্টের ঐ অবস্থায় চেয়ারম্যান নুরুজ্জামান কালু ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপরেও চড়াও হন জাফর বরকত এবং চেয়ারম্যানের উপর চেয়ার ছুড়ে মারেন। এই ঘটনায় উত্তেজিত জনগণ শিক্ষক জাফরকে টেনে-হঁচড়ে মাদ্রাসা থেকে বের করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। চেয়ারম্যান নুরুজ্জামান সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ জাফরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এই ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় মামলা দেয়রের প্রস্তুতি চলছে।