রবিবার , ৩১ জুলাই ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ডেনমার্কস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩১, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ

Spread the love

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে একটি বিশেষ আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারসহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং ডেনমার্ক প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি, রাজনীতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনায় রাষ্ট্রদূত বলেন, ই-পাসপোর্ট প্রধানমন্ত্রীর তরফ হতে দেশবাসীর জন্য উপহার। বিশ্বে বাংলাদেশ যেন উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা পায় সরকার সে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত ই-পাসপোর্ট। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে।

এর মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দেশে প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে ঝামেলামুক্ত চলাচল নিশ্চিত হবে এবং সহজ ইমিগ্রেশনের মাধ্যমে বিমানবন্দরে ই-গেটের সর্বাধিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি এই মহতী উদ্যোগে পাশে থাকার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব মহলকে ধন্যবাদ জানান।

পরিশেষে রাষ্ট্রদূত সকল প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ডেনমার্কে বাংলাদেশি ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে দূতাবাসে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণ এক আনন্দঘন বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
Translate »